ঠিক কী হয়েছে এই টেলি অভিনেত্রীর—এ প্রশ্নই এখন সবার মনে।
সৈরিতি বলেন, চোখ খুলতে পারছিলাম না। ওষুধ খাওয়ার পরও ভালো যাচ্ছিল না শরীর। এ কারণে শুক্রবার হাসপাতালে ভর্তি হই।
তবে বর্তমানে যে সুস্থ আছেন, সে কথাও জানিয়েছেন টেলি তারকা। কিন্তু এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেবেন না চিকিৎসকরা। আর হাসপাতালের ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন সৈরিতি।