সালমান খান ও তার বাবা সালিম খানকে হত্যার হুমকি দেওয়া নিয়ে উদ্বিগ্ন ভক্তরা, উত্তেজনা বিরাজ করছে বলিউডে। এই সুপারস্টারকে হত্যার জন্য একজন বন্দুকধারী (শার্পশুটার) নিয়োগের চাঞ্চল্যকর তথ্যও ফাঁস হয়েছে।
জীবনের এমন ঝুঁকির মধ্যেও বিষয়টি নিয়ে একেবারেই ‘চিন্তিত’ নন অভিনেতা! মনোযোগ দিয়ে করছেন তার পরবর্তী সিনেমা ‘ভাইজান’র শুটিং।
ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, এমন উত্তেজনাপূর্ণ পরিবেশও সালমান শান্ত এবং ছন্দে রয়েছেন।
এর আগে একটি ছবিতে দেখা যায় হায়দ্রাবাদের একটি হোটেলে খোশ মেজাজে দুপুরের খাবার সারছেন সালমান খান। যেখানে তার নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কিত।
বর্তমানে হায়দ্রাবাদে ‘ভাইজান’ সিনেমার শুটিং করছেন সালমান খান। টানা এক মাস সেখানে শুটিং করার কথা রয়েছে, সিনেমাটির জন্য বিশাল সেটও তৈরি করা হয়েছে।
বিশেষ একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানায়, সালমান সেটে আড্ডা দিচ্ছেন এবং কোনো হুমকি নিয়ে খুব বেশি চিন্তিত নন তিনি।
‘ভাইজান’ সিনেমায় এই অভিনেতার নায়িকা পূজা হেগড়ে। এতে আরো অভিনয় করছেন ভেঙ্কটেশ ও যজ্ঞপতি বাবু।