বলিউড অভিনেতা সোনু সুদ আবারো মহত্ত্বের পরিচয় দিলেন। সড়ক দুর্ঘটনায় আহত এক তরুণকে কোলে করে হাসপাতালে নিয়ে গেছেন তিনি।
দুর্ঘটনাটি দেখে গাড়ি থেকে নেমে ওই আহত তরুণকে কোলে তুলে নেন সোনু এবং নিজের গাড়িতে করে হাসপাতালেও নিয়ে যান।
বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে ওই তরুণের। চিকিৎসক জানিয়েছেন, আপাতত বিপদ থেকে মুক্ত তিনি। ফোনে ওই তরুণের খোঁজ খবরও রাখছেন সোনু সুদ।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ব্যাপক প্রশংসা পান সোনু সুদ। তারপর থেকে অনুরাগীরা বলিউডের এই অভিনেতার নাম দেন ‘মসিহা’। বিহারে তো সোনু সুদের মূর্তি তৈরি করেছেন এক অনুরাগী। মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট করে নতুন প্রজন্মকে সমাজসেবার কাজে এগিয়ে আসতেও উদ্বুদ্ধ করেন তিনি।