English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী মালাইকা

- Advertisements -

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় আইটেম কন্যা ও অভিনেত্রী মালাইকা অরোরা। শনিবার (২ এপ্রিল) রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় ঘটনাটি ঘটেছে। সেখান থেকে অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, মুম্বাই-পুণে হাইওয়ে দিয়ে ফিরছিলেন মালাইকা। এ সময় তার গাড়িটি দুটি টুরিস্ট ভ্যানের মাঝে পড়ে যায়। অতঃপর তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে।

খোপোলি থানার পুলিশ অফিসার শিরিশ পাওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে জায়গায় ওই দুর্ঘটনাটি ঘটেছে, সেটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা।

অন্যদিকে পুলিশ কর্মকর্তা হরেশ কলসেকর জানান, বাকি দুটি গাড়ির চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তারা কতটা আহত, তা এখনো স্পষ্ট নয়। গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন