অনিন্দ্য তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘নিজেকে খুব খারাপ লাগছে…তাই বিদায় নিচ্ছি…যাঁরা আমাকে ভালোবেসেছেন, আদর দিয়েছেন, সেই ছোট্টবেলা থেকে পছন্দ করেছেন…তাঁদের প্রত্যেককে প্রণাম…আমি খুব খারাপ মানুষ…তাই চলে যাওয়াই ভালো…আমি আপনাদের যোগ্য নই, আমার এই স্বেচ্ছামৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ তাঁর পোস্টের শেষে গায়ক লেখেন, ‘ঘুম পাচ্ছে’ সঙ্গে স্মিত হাসির ইমোজি। অনিন্দ্যর এমন পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। কমেন্ট বক্সে অনুরাগীদের উদ্বেগের প্রকাশ পায়। উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর অনুরাগীরা।
অনিন্দ্যর পোস্টে সিধু লিখেছেন, ‘চিন্তার কারণ নেই, আমি ওর বাড়ি পৌঁছেছি। যথাযথ যত্ন নেওয়ার চেষ্টা করছি। ওকে আমার বাড়ি নিয়ে যাচ্ছি।’ অনুরাগীদের আশ্বস্ত করলেও ধোঁয়াশা কিন্তু থেকেই যাচ্ছে। অনিন্দ্য কি সত্যি এমন কোনো চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন, না কি স্রেফ রসিকতা! ইতিমধ্যেই তিনি তাঁর এই পোস্ট ডিলিট করে দিয়েছেন সংগীতশিল্পী।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন