English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

স্টাইলিশ প্যান্টে নজর কাড়লেন শাহরুখ, মূল্য কত?

- Advertisements -

নাসিম রুমি: বলিউড ‘বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খান। নজরকাড়া অভিনয়ের মতো ফ্যাশনেও সচেতন কম নন। তার জীবনযাপনও রাজা-বাদশাহ’র মতোই। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ সাত হাজার কোটি রুপিরও বেশি।

বিলাসবহুল গাড়ি থেকে ব্যক্তিগত বিমান, সবই রয়েছে বলিউড বাদশাহর। দামি জুতা, জামা ব্যবহার করার অভ্যাস রয়েছে তার। এছাড়া দামি ঘড়ি কেনার শখও রয়েছে শাহরুখের। এই শখ পূরণের জন্য কয়েক কোটি টাকা খরচ করতেও পিছপা হন না তিনি।

১৯সেপ্টেম্বর মুম্বাইয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইআইএফএ)। এতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। এদিন আরামদায়ক পোশাকে তাকে দেখা যায়। তার পরনের স্টাইলিস্ট প্যান্টটি বিশেষভাবে নজর কেড়েছে।

শাহরুখের পরনের পোশাকের মধ্যে ‘শো স্টপার’ ছিল তার স্টাইলিশ কালো রঙের জিন্স প্যান্ট। হাই-অ্যান্ড ফ্যাশন ব্র্যান্ড রিক ওয়েন্সের মসৃণ এই জিন্সের দাম ৭৪ হাজার ৪০০ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬ হাজার টাকার বেশি।

দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন