বলিউডে বহুল পরিচিত নাম ও আইকনিক কমেডিয়ানদের মধ্যে একজন হলেন জনি লিভার। অভিনেতা, কৌতুকশিল্পী হিসাবে পরিচিতি মিললেও পড়ালেখায় বেশি দূর এগোতে পারেননি এ অভিনেতা। সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই স্কুল ছাড়তে হয়েছিল তাকে। মত্ত বাবার সঙ্গে শৈশব কাটানো মোটেও সুখের ছিল না। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন জনি লিভার।
কাজ খুঁজতে অন্ধ্রপ্রদেশ ছেড়ে নিজের বোম্বে (বর্তমানে মুম্বই) আসার কথা বলতে গিয়ে কঠিন শৈশবের কথা জানিয়েছেন জনি লিভার। অর্থের অভাবেই সপ্তম শ্রেণিতে পড়তে পড়তেই স্কুল ছাড়তে হয় তাকে।
জনি লিভার জানিয়েছেন, আমার বাবা মদ্যপ ছিলেন, যার কারণে তিনি আমাদের প্রতি কখনই মনোযোগ দেননি। তাই কিছু দিন পর আমি বিরক্ত হয়ে স্কুল ছেড়েছি। কিন্তু স্কুলে পড়ার সময় অনেক ভালোবাসা পেয়েছি, শিক্ষকরা ভীষণ ভালোবাসতেন। সবাইকে নকল করে বেড়াতাম।
আমি যাতে স্কুলে যাই, সে জন্য স্কুলের বেতন, জামাকাপড় কিনে দিতে চেয়েছিলেন শিক্ষকরা।
প্রসঙ্গত স্কুল ছাড়ার পর মুম্বাইয়ের রাস্তায় কলম বিক্রি করতেন জনি, আবার তারকাদের ডায়ালগ, নাচ নকল করে আয়-রোজগার করতেন।