English

33 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫
- Advertisement -

সোলসের ৫০ বছর পূর্তি

- Advertisements -

নাসিম রুমি: ‘সোলস আনপ্লাগড: ফিফটি ইয়ারস অব টাইমলেস মিউজিক’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২ মে, চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেল, বে ভিউ-তে। রক ব্যান্ড ‘সোলস’ তাদের ৫০ বছরের সংগীতযাত্রাকে উদযাপন করতে আয়োজন করছে বিশেষ এক আনপ্লাগড কনসার্ট।

এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস আয়োজিত এই আয়োজনে ব্যান্ডের জনপ্রিয় গানগুলো শোনা যাবে নতুন আঙ্গিকে, আনপ্লাগড পরিবেশনায়।

গত শুক্রবার নগরের হোটেলটির নীলগিরি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুমা মুর্শেদ।

এই উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যান্ড সদস্য পার্থ বড়ুয়া (লিড গিটার ও কণ্ঠ), মীর মাসুম (কী-বোর্ড), এবং মারুফ হাসান রিয়াল (বেস গিটার) কনসার্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আয়োজকদের ভাষ্য মতে, সোলস শুধু একটি ব্যান্ড নয়, বরং এটি বাংলাদেশের আধুনিক সংগীতধারার পথিকৃৎ। গত পাঁচ দশকে এ ব্যান্ডের গান শুধু শ্রোতার হৃদয়ে দাগ কেটেছে তাই নয়, গড়েছে এক অনন্য সাংস্কৃতিক উত্তরাধিকার।

তাদের ভাষায়, ‘এটি কেবল একটি কনসার্ট নয়, এটি একটি যাত্রার উদযাপন যা শুরু হয়েছিল ৫০ বছর আগে, এবং আজও কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছে।’

এই কনসার্টটি সোলস উৎসর্গ করেছে সকল প্রজন্মের শ্রোতাদের, যারা এই ব্যান্ডের সংগীতের সঙ্গে বেড়ে উঠেছেন, কেঁদেছেন, গেয়েছেন এবং ভালোবেসেছেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন