নাসিম রুমি: বলিউড কিং শাহরুখ খান। হিন্দি ছবির জগতে লম্বা একটা সময় ধরে রাজত্ব করে যাচ্ছেন এই নায়ক। ৫০ এর ঘরে এসে এখনও দুই হাত ছড়িয়ে দিলে কোটি ভক্তের মন জয় হতে বাধ্য। কিন্তু আর কত? সময় তো আর থেমে থাকছে না, সঙ্গে বদল আসছে প্রজন্মে।
কিন্তু কিং খানের রাজত্ব তো টিকিয়ে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই শাহরুখের উত্তরসূরী হিসেবে বলিউড রাজ করবেন তার ছেলেরা, এমনটা আশা করাই যায়।
শাহরুখের বড় ছেলে আরিয়ান খান বলিউডে পা রেখেছেন বেশ কয়েকদিন। তবে বাবার মতো পর্দার সামনে নয়, পর্দার পেছনে কাজ করছেন তিনি। শাহরুখ কন্যা সুহানা খানও বলিউডের সিনেমায় কাজ করেছেন। বলা বাহুল্য, শাহরুখের বড় দুই সন্তানই এখন স্বাবলম্বী। বেশ খানিকটা টাকা কড়িও কামিয়ে নিয়েছেন তারা। এবার তাদের ঘরের সবচেয়ে ছোট্ট সদস্য আব্রাম খানও ভাই-বোনদের পাল্লায় পিছিয়ে রইল না। ১১ বছর বয়সী এই স্টারকিডও এখন লাখ টাকার মালিক!
সম্প্রতি ওয়াল্ট ডিজনির শিশুতোষ চলচ্চিত্র ‘মুফাসা : দ্যা লায়ন কিং’ এ কাজ করেছেন শাহরুখসহ তার দুই সন্তান আরিয়ান ও আব্রাম। ছবিতে মুফাসার চরিত্র কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান। সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরিয়ান খান। আর মুফাসার পুত্র, বেবি মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছে আব্রাম। আর এতেই প্রথম কোনো সিনেমায় কাজ করে মোটা টাকা রোজগার করে নিল এই স্টারকিড।
বলা যায়, ভয়েজ ওভার আর্টিস্ট হিসেবে কাজ করে মাত্র ১১ বছর বয়সেই সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করল আব্রাম। ভারতীয় গণমাধ্যমের খবর, এই ডাবিং-এর কাজের জন্য আব্রাম খান আয় করেছে ১৫ লাখ রুপি।
জানা গেছে, আগামী ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। সেখানেই আব্রামের কণ্ঠস্বর মন জয় করেছে সকলের।