English

22 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

সাড়ে ৩ হাজার কোটি টাকা আয় করলো ‘থর ৪’

- Advertisements -

মার্ভেল কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘থর’। ৮ জুলাই মুক্তি পেয়েছে সিনেমাটির নতুন কিস্তি ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। এতে থর চরিত্রে দেখা যায় হলিউডের জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। ‘গর’ রূপে দেখা যাবে ক্রিশ্চিয়ান বেলকে। এটি পরিচালনা করেন তাইকা ওয়াইতিতি।

সিনেমাটি প্রথম দিনে ভারতে আয় করে ২৪ কোটি রুপি। এরইমধ্যে বক্স অফিসে ছবিটি মুক্তির এক সপ্তাহে ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় ঘরে তুলে নিয়েছে। বাংলাদেশি টাকায় যা প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকারও বেশি।

ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায়, এ সিনেমার বাজেট ছিলো ২৫০ মিলিয়ন ডলার। বক্স অফিসে সে বাজেট ছাড়িয়ে ৪০০ মিলিয়ন অতিক্রম করেছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। ছবির এমন সাফল্যে আনন্দিত প্রযোজক-নির্মাতা থেকে ভক্তরাও।

হলে মুক্তির ৪৫ দিন পর সিনেমাটি ডিজনি+ এ প্রকাশ পাবে।

‘থর’র প্রথম সিক্যুয়েল মুক্তি পেয়েছিলো ২০১১ সালে। এরপরে দুইবছর পর মুক্তি পায় তার সিকুয়েল ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’। পরবর্তীতে ২০১৭ সালে মুক্তি পায় ‘থর: রাগনারক’। তার পাঁচ বছর পর এলো ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন