English

20 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
- Advertisement -

সালমান খান-গোবিন্দের ৫ কালজয়ী সিনেমা

- Advertisements -

নাসিম রুমি: বলিউড মেগাস্টার সালমান খান ও সুপারস্টার গোবিন্দ একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় দক্ষতা এবং কমিক টাইমিং দিয়ে অনেকবারই দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। আসুন জেনে নিই— ৫ কালজয়ী সিনেমা সম্পর্কে যেখানে তারা অভিনয় করেছেন।

আন্দাজ আপনা আপনা

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্দাজ আপনা আপনা’ একটি কমেডি ঘরানার সিনেমা। সালমান খান ও আমির খান অভিনীত এই সিনেমায় গোবিন্দর ছোট্ট ক্যামিও সিনেমাটিকে আরও স্মরণীয় করে তুলে। প্রধান দুই চরিত্রের হাস্যকর ঘটনার মধ্যে গোবিন্দর অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

পার্টনার

কমেডি, রোমান্স ঘরানার সিনেমা ‘পার্টনার’। ২০০৭ সালে নির্মিত ডেভিড ধাওয়ানের এই সিনেমায় গোবিন্দ একজন লাজুক প্রেমিকের চরিত্রে এবং সালমান খান তার পরামর্শদাতার চরিত্রে অভিনয় করেছিলেন। তাদের অসাধারণ কেমিস্ট্রি দর্শকদের মাঝে হাসির ঝড় তোলে।

দিওয়ানা মাস্তানা

১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক-কমেডি সিনেমা ‘দিওয়ানা মাস্তানা’। সিনেমাটি মূলত গোবিন্দ ও অনিল কাপুরের মধ্যে জুহি চাওলার মন জয় করার প্রতিযোগিতা নিয়ে। এর মধ্যে সালমান খানের আকস্মিক উপস্থিতি দর্শকদের চমকে দেয়।

সালাম-ই-ইশক

রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমা ‘সালাম-ই-ইশক’ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। একাধিক তারকাযুক্ত এই সিনেমায় গোবিন্দ এক সাধারণ ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে এবং সালমান খান রহস্যময় প্রেমিক। তাদের আলাদা গল্প হলেও অভিনয়ের বৈচিত্র্য দর্শকদের মুগ্ধ করে।

ওম শান্তি ওম

২০০৭ সালে শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার ‘দিওয়ানগি দিওয়ানগি’ গানে সালমান খান ও গোবিন্দর বিশেষ উপস্থিতি যেন বলিউডের নস্টালজিয়া। এছাড়া সালমান খানের ওয়ান্টেড সিনেমার একটি গানেও দেখা যায় গোবিন্দকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন