এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি- এটি ত্রিভুজ প্রেমের কাহিনির ‘প্রিয়জন’ চলচ্চিত্রের একটি জনপ্রিয় গান। নব্বই দশকে তুমুল সাড়া জাগিয়ে ছিল এই গান। তখন মানুষের মুখে ফিরেছিল এই গান। এখনও শ্রোতারা এই গান শোনেন।
‘প্রিয়জন’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান শাহ ও আঞ্জুমান আরা শিল্পী এবং রিয়াজ। আঞ্জুমান আরা শিল্পী দীর্ঘ সময় পর সম্প্রতি মিডিয়ার সামনে এলেন।
শিল্পী বলেন, ‘আমি তার সাথে একটি ছবিতে কাজ করেছিলাম। ছবিটা রিলিজের আগেই সালমান শাহ মারা যান। ওই ছবিটা রিলিজ হওয়ার পর এটা একটা মাইলফলক হয়েছিল। যেহেতু সালমান শাহের ভক্ত অনেক বেশি সেহেতু আমাদের একটা গান এতো জনপ্রিয় হয়। যে দেশেই যায় যেখানের বাঙালিরা আমাকে এই গান নিয়ে কথা বলে,সালমান শাহকে নিয়ে কথা বলে।’
সালমান শাহকে নিয়ে শিল্পী স্মৃতিচারণ করে শিল্পী বলেন, ‘এক সময় শুটিং রেখে রাতের বেলায় পুরান ঢাকায় খাবার খেতে চলে যায়। আসলে তার মধ্যে একটা পাগলাটে ব্যাপার ছিল। অনেক বেশি কো-অপারেটিভ ছিল। মাঝে মাঝে মনে হয় অল্প সময়ের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা অনেক কষ্টের।’
চলচ্চিত্রে কিভাবে আসা হয়েছিল? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার চলচ্চিত্রে আসাটা অনেক মজার ছিল। আমার ১৪ গোষ্টির মধ্যে কেউ চলচ্চিত্রে কাজ করতো না।আমি যখন স্কুলে পড়ি তখন আমার ভাইয়ের বন্ধু আমাকে দেখে বললো তুমি এড কর না কেন? তখন এডের জন্য ছবি তুলে দিলাম তারপর দুটি এড করার পর চলচ্চিত্রের জন্য অফার আসে।’
আঞ্জুমান আরা শিল্পী ১৯৯৫ সালে ‘বাংলার কমান্ডো’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেছিলেন। তিনি মোট ৩৫ চলচ্চিত্রে অভিনয় করেন।