English

28 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

সালমানের বিয়ের কার্ডও ছাপানো হয়েছিল!

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের আলোচিত নায়ক সালমান খান। এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসার সুযোগ না হলেও ভাইজানের জীবনে প্রেম এসেছিল বহুবার। তবে দুর্ভাগ্যবশত কোনও প্রেম বেশি দিন টিকেনি। তবে সাবেক প্রেমিকাদের মধ্যে সঙ্গীতা বিজলানি এমন একজন ছিলেন যার সঙ্গে বিয়ে পর্যন্ত গড়িয়েছিল সম্পর্ক।

অশোক কুমারের নাতনি শাহিনের সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতার প্রেমে পড়েছিলেন সালমান। ১৯৮০ দশকের শেষ দিক থেকে ১৯৯০ দশকের গোড়ার দিক পর্যন্ত ভাইজানের প্রেমিকা ছিলেন সঙ্গীতা। তাদের বিয়ের কথাও চলছিল। একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা থাকা সত্ত্বেও আলাদা হয়ে যায় দুজনের পথ।

সালমান এবং সঙ্গীতার সম্পর্ক ভেঙে যাওয়ার পর শোনা গিয়েছিল, সালমানের বন্ধু জ্যাকি শ্রফের সঙ্গে সঙ্গীতার সম্পর্ক গড়ে উঠেছিল। পরবর্তীকালে ব্যাপারটি জানাজানি হওয়ার পর ভাইজানের সম্পর্ক ভেঙে যায়।

সালমান এবং সঙ্গীতার বিয়ে ভেঙে যাওয়ার পেছনে ছিলেন সোমি আলি। সঙ্গীতা এবং সালমানের বাগদান হওয়ার আগেই সোমির কারণে ভেঙে যায় ভাইজানের সম্পর্ক।

সম্প্রতি ইন্ডিয়ান আইডলের একটি বিশেষ এপিসোডে উপস্থিত হয়েছিলেন সঙ্গীতা। অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে। শো চলাকালীন এক প্রতিযোগী রিতিকা রাজ সিং সঙ্গীতাকে প্রশ্ন করেন ভাইজানকে নিয়ে।

সঙ্গীতা এবং সালমান খানের বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল, এই কথাটা কতটা সত্যি? এমন প্রশ্নে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি। তবে সঙ্গীতা হাসিমুখে দিয়েছিলেন জবাব।

সঙ্গীতা বললেন, হ্যাঁ এটা ঠিক। আমাদের সত্যিই বিয়ের কার্ড ছাপানো হয়ে গিয়েছিল। সঙ্গীতার মুখে এই কথা শুনে বিশাল জিজ্ঞাসা করেন, তারপর কী হলো? সঙ্গীতার কথায়, ৮ বছর সম্পর্ক ছিল তাদের। কিন্তু বিয়ের এক মাস আগে হঠাৎ করেই সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে যায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন