চলতি বছরের মে মাসেই গুলি করে হত্যা করা হয় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালকে। এরপর জানা যায়, সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার খবর। ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশ অভিনেতাকে মৃত্যুর হুমকির পেছনে তাঁর ‘পুরোনো শত্রু’ লরেন্স বিঞ্চোইয়ের যোগসূত্র খুঁজে পায়। জানা যায়, শুধু হুমকি দিয়েই শেষ নয়, সালমানকে হত্যার চেষ্টাও করা হয়েছে। অভিনেতাকে হত্যাচেষ্টার ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়। অনেক পূর্বনির্ধারিত অনুষ্ঠানই বাতিল করেন সালমান। এবার জানা গেল অভিনেতাকে হত্যা করতে চার লাখ রুপির রাইফেল কিনেছিলেন লরেন্স বিঞ্চোই। দিল্লি পুলিশকে উদ্ধৃত করে খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিন।
দিল্লি পুলিশের বিশেষ টিমকে বিঞ্চোই জানিয়েছেন, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনার পর থেকেই সালমানকে হত্যার চেষ্টায় আছেন। এ জন্য ২০১৮ সালে অভিনেতাকে হত্যার জন্য চার লাখ রুপির রাইফেল কেনেন। কিন্তু তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয়। ২০১৮ সালের এপ্রিলে হরিণ মারার জন্য সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার দিন যোধপুরেই ছিলেন সালামান। পুলিশের জিজ্ঞাসাবাদের বিঞ্চোই জানিয়েছেন, সালমানকে হত্যার জন্য তিনি সম্পত নেহরা নামে তাঁর এক অনুসারীকে বার্তা পাঠান।
দুঃখ জনক