নাসিম রুমি: আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। পাশাপাশি একই ধরনের হুমকি দেওয়া হয়েছে মহারাষ্ট্রের বিধায়ক এবং কিছুদিন আগে আততায়ীর গুলিতে নিহত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও। এই হুমকির পরপরই ২০ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, গ্রেপ্তার ওই তরুণের নাম মোহাম্মদ তৈয়ব ওরফে গুরফান খান। তাকে উত্তর প্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হেফাজতে নেয় মুম্বাই পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গুরফান খানকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও চলছে।
পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় জিশান সিদ্দিকির অফিসে একটি বার্তা পাঠানো হয়। সেখানে সালমান খান ও মহারাষ্ট্রের বিধায়ক জিশানকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। জিশান সিদ্দিকির অফিসের এক কর্মচারী এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করেন এবং একটি এফআইআর দায়ের করা হয়। পুলিশ পরে হুমকির মূল হোতা হিসেবে মোহাম্মদ তৈয়ব নামে একজনকে শনাক্ত ও গ্রেপ্তার করে।