নাসিম রুমি: এই ঈদের মুক্তির তালিকায় ছিল চিত্রনায়ক ওমর সানী অভিনীত ‘ডেডবডি’ সিনেমাটি। তবে শেষ পর্যন্ত সিনেমাটি ঈদের সিনেমার তালিকায় থাকছে না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে।
তবে এর চেয়ে বেশি আলোচনা হচ্ছে একটি সার্কাস অনুষ্ঠানের ভিডিও নিয়ে। সেখানে দেখা গেছে, ওমর সানী একজন সহশিল্পীর সঙ্গে নৃত্য পরিবেশন করছেন। চারপাশে দর্শক।
ওমর সানীর সার্কাসে নাচার ভিডিওটি যেমন ভাইরাল হয়েছে, তেমনি তাঁকে নিয়ে নানা আলোচনাও হচ্ছে। অনেকের মতে, একসময়ের ব্যস্ত এই চিত্রনায়কের এভাবে সার্কাসে অংশ নেওয়া ঠিক হয়নি।
অনেকে আবার অভিনেতার পেশাদারত্ব নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। যাঁকে নিয়ে এত আলোচনা, তিনি কী বলছেন?
ওমর সানী জানান, ১৫-২০ বছর আগে থেকেই তিনি দেশের বিভিন্ন অঞ্চলে সার্কাসে অংশ নেন। এতে মোটেও বিব্রত বা বিচলিত নন তিনি। তাঁর ভাষ্য, ‘আমাদের এখানে অনেক বড় বড় তারকাও করেছেন। এখনো কেউ কেউ সার্কাসে শো করেন।
মিশা সওদাগর, শাকিল খান, অমিত হাসানরাও করেছেন। এমনকি এখনকার সময়ের বড় তারকা শাকিব খানও ভারতের আসামে গিয়ে প্যান্ডেল ঘেরা মঞ্চে নাচেন। আর এসব করলে সমস্যাই-বা কী? আমি তো চুরি-ডাকাতি করছি না।’
পরিবারের প্রসঙ্গ টেনে ওমর সানী বলেন, ‘আমার এসব কাজে আমার স্ত্রী, ছেলে-মেয়ে তো কোনো কথা বলে না, অন্যদের সমস্যা কী?
আমি আরও করব। মানুষের খেয়েদেয়ে কাজ নেই, এসব নিয়ে ভাইরাল করায় পটু। আমার সংসার, আমার জীবন আমাকেই চালাতে হয়।
আমি সুযোগ পেলে যাত্রাতেও অভিনয় করব। আমি কমার্শিয়াল শিল্পী, পয়সার বিনিময়ে এসব কাজ করি।’