আধ্যাত্মিক গানের শেকড় সন্ধানী ফোক ব্যান্ড বাউলা আপমর মানুষের কাছে ভালো লাগার একটি ব্যান্ড। ২০০৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তাদের শুধু সামনের দিকে এগিয়ে চলা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাদেও জনপ্রিয়তা আজ তুঙ্গে। করোনাকালিন তাদের পথ চলা কিছুটা থমকে গেলেও খুব দ্রুতই এই ঘোর সময় কেটে যাবে বলে তাদের বিশ্বাস।
বৈশাখী ফোক লাইভে আজ রাত ১০টা ৫৫ মিনিটে সরাসরি পারফর্ম করবে ফোক ব্যান্ড বাউলা । ব্যান্ডের মূল ভোকাল প্রকাশ বলেন, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি আমাদের গাইবার শক্তি দিয়েছেন। দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক অনুষ্ঠানে। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। গানগুলো তােদর ভালো লাগলেই আমাদের পরম পাওয়া।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আব্দুল¬াহ ও রবিউল হাসান প্রধান।
অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, শেকড় সন্ধানী ফোক ব্যান্ড দলের গায়কী অসাধারণ। ব্যতিক্রমী গায়কীর কারণেই তাদের আজ অনেক জনপ্রিয়তা। যে কারণ্ েবৈশাখী ফোকের আজকের আয়োজন সাজানো হয়েছে তাদের গান দিয়ে। তাদের গানগুলো দর্শকদের খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।