কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। রবিবার (৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। প্রথম সন্তানের বাবা-মা হলেন দীপিকা ও রণবীর সিং।
বলিউডে বেশিরভাগ অভিনেত্রীকেই দেখা যায় সন্তান জন্মদানের পর কাজ থেকে বিরতি নিতে।
সম্প্রতি জনপ্রিয় টকশো কফি উইথ করণ সিজন ৬-এর প্রথম এপিসোডে আলিয়া ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। র্যাপিড-ফায়ার রাউন্ড চলাকালীন সঞ্চালক করণ জোহর দীপিকাকে বাচ্চা এবং সিনেমার মধ্যে একটিকে বেছে নিতে বলেন। উত্তরে দীপিকা বলেন তিনি দুটোই বেছে নেবেন।
এর আগে টাইমস নাও-এর এক প্রতিবেদনে বলা হয়, দীপিকা ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজন প্রত্যাখ্যান করেছেন। কারণ তিনি তার সন্তানকে সময় দিতে চান। অভিনেত্রী শীঘ্রই কোনো কাজে ফিরবেন না এবং তিনি তার বাচ্চাকে লালন-পালনের দিকে মনোনিবেশ করবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দীপিকা তার সন্তানের জন্য কোনো আয়া নিয়োগ করবেন না এবং এমনকি রণবীরকেও কাজ ভাগ করে নিতে দেবেন না কারণ তিনি নিজেই সবকিছু করতে চান। এদিকে জানা গেছে,
দীপিকা ২০০৬ সালে কন্নড় সিনেমা ‘ঐশ্বরিয়া’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং পরের বছর ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন।