বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছেন। ভিডিওতে সিঁথিতে সিঁদুর ও এক সাধারণ গৃহবধূ হিসেবে ধরা দিয়েছেন এই বলিউড সেনসেশন। আর এই ভিডিও দেখে শুরু হয়েছে গুঞ্জন। উর্বশী সত্যিই কি বিয়েটা সেরে ফেললেন?
এ মুহূর্তে একটি বায়োপিক সিরিজ নিয়ে ব্যস্ত উর্বশী। এই বলিউড তারকা মনে করেন, বায়োপিকে কাজ করা অনেক বেশি চ্যালেঞ্জিং। তিনি ‘ইন্সপেক্টর অবিনাশ’ বায়োপিকে রণদীপ হুদার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। আর সে জন্যই এই নতুন বেশে দেখা গেছে তাকে।