নাসিম রুমি: বলিউড অভিনেতা গোবিন্দ-সুনীতা দাম্পত্যে কলহ। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে তাদের জীবনে। বলিপাড়ায় গুঞ্জন— বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন এ দম্পতি।
জানা গেছে, পরকীয়ায় জড়িয়েছেন ৬০ বছরের ‘যুবক’ অভিনেতা গোবিন্দা! প্রায় অর্ধেক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণে নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে। যদিও এর আগে এ নিয়ে এক সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন— হাতে কাজ না থাকা স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। এখন তো বসেই থাকে, তাই ভয় হয়, কিছু করে না বসে!
সেই সঙ্গে সুনীতার দাবি— আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তার এহেন মন্তব্যের পর জট আরও বেশি করে তৈরি হতে থাকে, যা এখন জোরালো গতি পেয়েছে। প্রায় চার দশকের দাম্পত্যে কি সত্যিই ফাটল ধরেছে?
গত বছর অক্টোবর মাসে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন গোবিন্দ। যে খবরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বলিপাড়ায়। ওই ঘটনার পর শিল্পা শেঠির মতো কেউ কেউ প্রশ্ন তোলেন— স্ত্রী সুনীতাই কি গুলি করেছিলেন গোবিন্দাকে? তখনই জানা যায়, তাদের দাম্পত্য সম্পর্ক বেশ কিছু দিন হলো খাদের কিনারে পৌঁছেছে। এখন আর গোবিন্দার সঙ্গে থাকেন না স্ত্রী সুনীতা, যা প্রকাশ্যে আসার পর থেকেই ডিভোর্সের জল্পনা আরও জোরদার হয়েছে।
এই গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন গোবিন্দা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে বলিউড তারকার সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা বলেন, কেবল ব্যবসা নিয়েই আলোচনা বর্তমানে চলছে। আমি আমার নতুন সিনেমা তৈরি করার প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছি। তবে শুধু এইটুকু বলছি সংসার জীবনে আমি সুখী নই।
এদিকে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা বলেছেন, পরিবারের কয়েকজন সদস্যের বিবৃতির কারণে এই দম্পতির মধ্যে সমস্যা দেখা গেছে বটে। কিন্তু এর বেশি কিছু নয়। গোবিন্দ তার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত। আর সে কারণে আমাদের অফিসে শিল্পীরা আসা-যাওয়া করছেন। আমরা বিষয়টি সমাধান করার চেষ্টা করছি।
তবে এই বিষয়ে এখনো মুখ খুলতে নারাজ গোবিন্দপত্নী সুনীতা আহুজা। এমনকি দম্পতির কন্যা টিনাও সংবাদমাধ্যমের সামনে এ নিয়ে কোনো কথা বলতে নারাজ।