‘ভাবীজি ঘর পর হ্যায়’ ধারাবাহিকের ‘অঙ্গুরী ভাবী’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন শুভাঙ্গী অভিনেত্রী। শিল্পা শিন্ডের পরে সারল্য মাখা এই চরিত্রটিকে একটা আলাদা জায়গাতেই নিয়ে গিয়েছিলেন শুভাঙ্গী। ফলে তিনি যেন একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। বলা যায়, ‘অঙ্গুরী ভাবী’-র চরিত্রটা তাকে একটা আলাদাই পরিচিতি দিয়েছে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আর পীযূষ এই সম্পর্কটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না। আমরা বিগত এক বছর ধরে এক ছাদের তলায় থাকছি না।
আসলে যে কোনো বিয়ে বা সম্পর্কে শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, বন্ধুত্ব থাকাটা অত্যন্ত জরুরি। প্রতিটি উপায়ে সম্ভাব্য সব কিছু চেষ্টা করার পরেই আমরা একে অপরের থেকে আলাদা হওয়ার এ সিদ্ধান্ত নিয়েছি।’