English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

শিগগিরই পর্দা মাতাতে আসছেন মেহজাবীন-ইয়াশ

- Advertisements -

ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান। অভিনয় দক্ষতায় নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত দুজনেই। এবার একসঙ্গে পর্দা মাতাতে আসছেন তারা।

ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’-তে দেখা যাবে মেহজাবীন-ইয়াশকে। সিনেমাটি নির্মাণ করেছেন রবিউল আলম রবি। এটি ওটিটির বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অফ লাভ’র চতুর্থ ফিল্ম।

চরকির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, খুব শিগগিরই সিনমোটি দেখতে পাবে দর্শক। দেশের চলমান অস্থির পরিস্থিতির জন্য ফিল্মটির মুক্তি পিছিয়ে যায়। নয়তো আরও আগেই দর্শকের কাছে পৌঁছে যেতো সিনেমাটি।

তবে সিনেমাটির গল্প নিয়ে এখনও তেমন কিছুই জানা যায়নি। কিন্তু এর প্রকাশিত পোস্টার দেখে ভীষণ উচ্ছ্বাসিত দর্শকরা।

‘মিনিস্ট্রি অফ লাভ’সিনেমায় মেহজাবীন-ইয়াশ ছাড়াও আরও অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা।

প্রসঙ্গত, এর আগে ‘মিনিস্ট্রি অফ লাভ’প্রজেক্টের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সেগুলো হলো— মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডারর্স অব মনোগামী’ এবং শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন