নাসিম রুমি: অক্ষয় কুমার বলিউডের খিলাড়ি কুমারও এখন ক্রিকেট দলের মালিক। নিউ ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে শ্রীনগর দল কিনেছেন অক্ষয় কুমার।
বলিউডের অনেক সুপারস্টারেরই অভিনয়ের পাশাপাশি ক্রিকেটের প্রতিও প্রচুর আগ্রহ রয়েছে। অনেক সেলিব্রিটি ক্রিকেট দলের মালিকও। এর মধ্যে রয়েছে শাহরুখ খান থেকে শুরু করে জুই চ্যাওলা এবং প্রীতি জিন্টার নাম। এবার সেই তালিকায় যোগ হল বলিউডের খিলাড়ি কুমার অর্থাৎ অক্ষয় কুমারের নামও। হ্যাঁ, অক্ষয় কুমারও ক্রিকেট দলের মালিকানা নিলেন।
অক্ষয় কুমারও ক্রিকেট দলের মালিক সুপারস্টারদের লিগে যোগ দিয়েছেন। অভিনেতা সম্প্রতি নতুন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে শ্রীনগর দল কিনেছেন, এটি T10 ক্রিকেট টুর্নামেন্ট। ২০২৪ সালের ২ মার্চ থেকে ৯ মার্চের মধ্যে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে চলেছে।
আরও খেলাধুলার পাশাপশি মার্শাল আর্টের সঙ্গেও গভীর যোগ রয়েছে অক্ষয়ের। নতুন উদ্যোগ সম্পর্কে কথা বলার সময় এক সংবাদমাধ্যমকে অক্ষয় কুমার বলেছেন, ‘আইএসপিএল এবং শ্রীনগর দলের অংশ হতে পেরে আমি মুগ্ধ। এই টুর্নামেন্টটি ক্রিকেট বিশ্বে একটি গেম-চেঞ্জার হওয়ার প্রতিশ্রুতি দেয় এবং আমি এই অনন্য ক্রীড়া প্রচেষ্টার অগ্রভাগে থাকার জন্য উন্মুখ’। অক্ষয় নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে ক্রিকেট দলের মালিক হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।