নাসিম রুমি: ২০২৩-এ ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’র মতো পরপর তিনটি তুমুল বাণিজ্যিক সফল ছবি উপহার দেওয়ার পর চলতি বছর বড়পর্দা থেকে ফের উধাও শাহরুখ খান। ফলে ‘বাদশা’র আগামী ছবি ‘দ্য কিং’ নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা খান। এবার এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে হাজির হবেন অমিতাভ বচ্চন! ইতিমধ্যে অমিতাভ চুক্তিবদ্ব হযেছেন
‘কিং’-এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এর আগেও বড়পর্দায় ‘বাদশা’র সঙ্গে কাজ করলেও তাঁর বিপরীতে খলচরিত্রে এই প্রথম ‘জুনিয়র বি’। খোদ অমিতাভ বচ্চন সমাজমাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন। ‘কিং’-এ শাহরুখ-অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও। এই ছবি সমন্ধে শাহরুখ বলেছিলেন, “পুরোপুরি অ্যাকশন ড্রামা!” তাহলে অমিতাভের চরিত্রটি কার দিকে ঝুঁকবে – অভিষেক না কি শাহরুখ? উঠছে প্রশ্ন, বাড়ছে জল্পনা।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য প্রথম বারের মত অমিতাভ, শাহরুখ ও অভিষেক এক সঙ্গে অভিনয করবেন ‘কিং’ ছবিতে।
অন্যদিকে, শাহরুখ ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, জনপ্রিয় ফরাসি নায়ক জ্যঁ রেনোয়াঁর ‘লিওঁ’ ছবি থেকে অনুপ্রাণিত ‘কিং’-এর গল্প। সে ছবিতে একজন পেশাদার খুনির ভূমিকায় দেখা গিয়েছিল জ্যঁ রেনোয়াঁকে, যিনি অবস্থার পরিপ্রেক্ষিতে একজন ১২ বছর বয়সী এক অনাথ বালিকার ত্রাতা হয়ে দাঁড়ান। দুর্ধর্ষ গ্যাংস্টারদের গুলির হাত থেকে সেই বালিকাকে বাঁচাতে বাঁচাতে কীভাবে তাঁর অভিভাবক হয়ে ওঠেন রেনোয়াঁ, তাই নিয়েই এগোয় ছবির গল্প। ‘কিং’-এর গল্পও কমবেশি এক। ওই সূত্র জানিয়েছে, তবে সুহানা যেহেতু আর ১২ বছরের বালিকা নেই, তাই গল্পের কাঠামোয় খানিক পরিবর্তন এনেছেন পরিচালক সুজয় ঘোষ। তবে ছবিতে সুহানার গোটা পরিবারকে ‘লিওঁ’র মতোই আর শাহরুখের চরিত্রটি কমবেশি জ্যঁ রেনোয়াঁর মতোই