English

22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

শাহরুখের স্ত্রী গৌরীকে এবার ইডির নোটিশ

- Advertisements -

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে এবার নোটিশ পাঠিয়েছে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৩০ কোটি রুপির আর্থিক প্রতারণায় নাম জড়িয়েছেন শাহরুখ পত্নী। যা বাংলাদেশি মুদ্রায় ৩৯ কোটি টাকারও বেশি।

শিগগিরই ইডি তলব করতে পারে গৌরীকে। তবে এখন পর্যন্ত গৌরী ওই নোটিশের কোনো জবাব দেননি বলে জানা গেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, লখনৌয়ের তুলসিয়ানি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন গৌরী। ২০১৫ সালে সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন গৌরী। গত কয়েক মাস আগেই লখনৌয়ের সুশান্ত গল্‌ফ সিটির পুলিশ স্টেশনে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বাইবাসী যশবন্ত। তার অভিযোগ, ৮৬ লাখ রুপি দিয়েও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।

তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখের স্ত্রী গৌরী খান। তাকে দেখে প্রভাবিত হয়েই নাকি সেই প্রতিষ্ঠানের ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।

যশবন্তের দাবি, যেহেতু ইন্টেরিয়ার ডিজাইনার গৌরী খান সেই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তাই এ বিশ্বাসভঙ্গের দায় তার উপরেও বর্তায়। তাই শাহরুখের পত্নীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।

তারপরও এ প্রতিষ্ঠানের নামে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ দায়ের হয়। গৌরী খান সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় এবার ইডির নজরে পড়লেন গৌরী।

শোনা যাচ্ছে , খুব শিগগিরই তাকে তলব করা হবে। তার নামে সমন জারি হলে গৌরীকে জিজ্ঞাসাবাদ করতে পারেন ইডির কর্মকর্তারা।

জানা গেছে, প্রায় ৩০ কোটি রুপির গরমিল পাওয়া গিয়েছে সেই ফ্ল্যাটের হিসেবে। গৌরী খানের সেই অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। গত কয়েক মাসে তুলিসিয়ানি গ্রুপের নামে একাধিক অভিযোগ জমা পড়ায় নাম জুড়েছে গৌরীরও।

সেই প্রতিষ্ঠান থেকে ঠিক কত অর্থ পেয়েছেন তিনি, সেই হিসেব জানতে চাইতে পারে ইডি। গৌরী কোন শর্তে জড়িয়েছিলেন ওই প্রতিষ্ঠানের সঙ্গে সব দিকই নাকি ইডি খতিয়ে দেখবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন