নরওয়েতে নজির গড়েছে রানি মুখার্জি অভিনীত সিনমো ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সপ্তাহ শেষে বক্স অফিস সংগ্রহে বলিউডের আগের সব সিনেমাকে পেছনে ফেলেছে এটি।
৭৪৫ হাজার নরওয়েজিয়ান মুদ্রা (ক্রোন) আয় করেছে রানির সিনমো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৯ লক্ষ রুপি। সেই সাথে তিন দিনে ৪.৮ হাজার অকুপেন্সি।
এর আগে সালমন খান অভিনীত ‘সুলতান’ ৪.৪ হাজার অকুপেন্সি অর্জন করেছিল ৫ দিনে। সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় সিনেমা শাহরুখ খানের ‘পাঠানকে’ও ছাপিয়ে গেছেন রানি। পাঁচ দিনে ‘পাঠান’-এর দেশের বাইরে অকুপেন্সি ছিল ৪.১ হাজার।
সন্তানের অধিকার চেয়ে এক প্রবাসী মায়ের লড়াইয়ের কাহিনি উঠে এসেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে । মায়ের চরিত্রে রানি। সিনেমাটির আবেগ দর্শকদের মন ছুঁয়েছে।