জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল। অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিয়ের দুই দশক পার করেছেন। কিন্তু এই জুটির বিয়ের পর শাশুড়িকে আন্টি বলায় কথা শুনতে হয়েছিল কাজলকে।
বিয়ের আগে অজয়ের সঙ্গে চার বছর প্রেম করেছেন কাজল। তাই ‘সিংহাম’খ্যাত এই অভিনেতার পরিবারের সঙ্গে তার মধুর সম্পর্ক ছিল। অজয়ের মাকে ‘আন্টি’ বলে সম্বোধন করতেন এই অভিনেত্রী। তাই বিয়ের পর হঠাৎ ‘মা’ বলে সম্বোধন করতে পারেননি কাজল। এরপরই তার শাশুড়ির বন্ধু মহলে এটি নিয়ে আলোচনা শুরু হয়। তারা অজয়ের মাকে বিভিন্ন কথা বলতে থাকেন। কাজলকেও কথা শুনতে হয়।
তবে শাশুড়ি বীণা দেবগণ ঠিকই কাজলের পক্ষ নিয়েছিলেন। এই অভিনেত্রী বলেন, “সৌভাগ্যবশত শাশুড়ি আমাকে সময় দিয়েছিলেন। আমার শাশুড়ির বন্ধুরা প্রশ্ন করেতেন, ‘সে তোমাকে মা বলে ডাকে না!’ তখন আমার শাশুড়ি উত্তর দিয়েছিলেন, ‘সে যখন মা বলবে, তখন মন থেকে বলবে। মাথা দিয়ে বিচার করে বলবে না।”
‘দিলওয়ালে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, বিয়ের পরও তাকে স্বাধীনতাভাবে চলার অনুমতি দিয়েছিলেন তার শাশুড়ি। এজন্য আজীবন তাকে সম্মান করবেন তিনি।