English

24 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

শাবনূর আপু একজনই, তার মতো কেউ হতে পারবে না: পূজা চেরি

- Advertisements -

নাসিম রুমি:  সম্প্রতি মুক্তি পেয়েছে পূজা চেরির ‘লিপস্টিক’ সিনেমা। এ সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। ‘লিপস্টিক’ মুক্তির প্রথম দিন থেকেই হলে দর্শক টানতে বগুড়ার এক সিনেমা হল মালিক টিকিটের সঙ্গে বিরিয়ানির প্যাকেট দর্শকদের হাতে তুলে দেন। ঘটনাটি প্রকাশ হলে দেশের অধিকাংশ মিডিয়াই ঢালাও নিউজ কভার করে। এর ফলে বগুড়ার ওই সিনেমা হল এবং লিপস্টিক সিনেমা ভাইরাল হয়।

এদিকে, গত কয়েকদিন ধরেই ‘লিপস্টিক’ সিনেমার টিম প্রমোশনের জন্য বিভিন্ন জেলার সিনেমা হল, সিনেপ্লেক্স ঘুরে বেড়াচ্ছেন। দর্শকদের সঙ্গে করছেন কুশল বিনিময়। দর্শকরাও হুমড়ি খেয়ে পড়ছেন পূজা চেরি- আদর আজাদের সঙ্গে সেলফি তুলতে।

গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) লিপস্টিকের নায়ক-নায়িকাসহ কয়েকজনের একটি টিম বগুড়ায় এসেছিলেন। তারা প্রথমে যান বগুড়া ধুনটের সেই ঝংকার সিনেমা হলে। যেখানে টিকিটের সঙ্গে দর্শকদের বিরিয়ানির প্যাকেট দেয়া হচ্ছে। পরে যান বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। যেখানে শুক্রবার থেকেই স্ক্রিনিং শুরু হয়েছে। সিনেমার একদম শেষ মুর্হর্তে অন্ধকারে সিনেপ্লেক্সে প্রবেশ করেন পূজা-আদরসহ তাদের টিম। দর্শকরা সিনেমা শেষে বের হওয়ার সময় সিনেমার নায়ক-নায়িকাকে দেখে তাজ্জব বনে যান।  তারা পূজা-আদরকে নিজেদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন।

এ সময় পূজা দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ঢাকা থেকে এতদূর এখানে এসেছি শুধুমাত্র আপনাদের সঙ্গে যেন কথা বলতে পারি, একসঙ্গে বসে যেন সিনেমা দেখতে পারি এজন্য।  ঢাকায় তো সব সময় আমরা দেখতেই পারি, আপনাদের সঙ্গে সেই সুযোগ হয়ে ওঠে না। আজকে আমার ঢাকায় একটা জরুরি কাজ ছিল, এরপরেও আপনাদের সঙ্গে হলে বসে সিনেমা দেখার সুযোগটা মিস করতে চাচ্ছিলাম না। আপনারা হলে এসে সিনেমা দেখছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনারা বাংলা সিনেমার সঙ্গে থাকবেন যাতে আপনাদের আরো ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি।’

দর্শকদের সামলানোর পর সাংবাদিকদের সাথে কথা বলেন লিপস্টিক টিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, ‘আমাদের কন্টেন্টের জোর আছে, স্টোরিতে জোর আছে, আমরা সবাই আসলে কনফিডেন্ট, যেকারণে আমাদের এক্সপেক্টেশন অনেক হাই- লিপস্টিক সিনেমা নিয়ে।’ শাবনূর প্রসঙ্গে এক প্রস্নের জবাবে পূজা চেরি বলেন আমি শাববনূর আপুর অন্ধ ভক্ত। শাবনূর আপু একজনই। উনার মতো কেউ হতে পারবেনা। উনি কযেক বছর যাবত অভিনয় করেননা। তারপরও তিনি এখনো খুব জনপ্রিয়। পুনরায় অভিনয় করবেন, এতে আমি খুব আনন্দিত।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন