ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে এ হামলা চালায় দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান গণমাধ্যমকে বলেন, শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে- মোবাইলে স্থানীয়রা এমন খবর দিলে এ ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। আমিও সেখানে পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত জানার পর এ বিষয়ে বলতে পারব।
যদিও এ ঘটনা নিয়ে শাকিব খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, এই শুটিং বাড়িতে জেনারেটরসহ মূল্যবান আসবাবপত্র রয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকবছর ধরে গাজীপুরের পূবাইলে শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়িটিতে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে।