দারুণ সাড়া ফেলেছে ভৌতিক গল্পের সিনেমা ‘ভুল ভুলাইয়া ২’। মুক্তির প্রথম সপ্তাহেই এটি লগ্নি তুলে নিয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবাণী। বুধবার (২৫ মে) ষষ্ঠ দিন এটি বক্স অফিসে ৮ কোটি রুপির ওপরে ব্যবসা করেছে।
বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা ছিল ‘ভুল ভুলাইয়া’। হরর-কমেডি ঘরনার সিনেমাটি মুক্তি পায় ২০০৭ সালে। এক যুগেরও বেশি সময় পর নির্মিত হয়েছে এর সিক্যুয়েল। নতুন পর্বে অক্ষয়ের জায়গায় রয়েছেন কার্তিক আরিয়ান। অভিনয় করেছেন টাবুও। পরিচালনা করেছেন আনেস বাজমি।
এদিকে, ‘ভুল ভুলাইয়া ২’র সঙ্গে একই দিনে মুক্তি পাওয়া কঙ্গনা রানাওয়াতের ‘ধাকড়’ এখন পর্যন্ত মাত্র আড়াই কোটি রুপি আয় করতে পেরেছে।