English

25 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫
- Advertisement -

রেড গাউনে মুগ্ধতা ছড়ালেন পিয়া জান্নাতুল

- Advertisements -

নাসিম রুমি: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জন করেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়া জান্নাতুল বেশ সক্রিয় রয়েছেন। সম্প্রতি কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে পিয়াকে বেশ আকষর্ণীয় লাগছে। ভক্তরাও অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, অফ দ্য শোল্ডার রেড গাউনে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। হাতে ব্রেসলেট, মুচকি হাসি আর চোখের চাহনি যেন ভক্তদের মনে ঝড় তুলবে।

অভিনেত্রীর প্রশংসা করে কমেন্ট বক্সে রোমান আহমেদ নামে এক নেটিজেন লিখেছেন, ‘আপু তোমাকে আমি একদম তোমার ছোটবেলা থেকে পছন্দ করি খুবই ভালো লাগে একদম সবার থেকে আলাদা।’ আরেকজনের ভাষ্য, ‘এ রূপের রহস্য যদি আমাদেরকে বলতেন তাহলে অনেক ভালো হতো।’

প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন