গত ১৭ নভেম্বর উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন ছিল। রবিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাঁর ৭০তম জন্মবার্ষিকী উদযাপন।
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে চিত্রনায়ক আলমগীরকে ডাকা হয়। রুনা সম্পর্কে আলমগীর নিজের যা বলার তা তো বললেনই, এক পর্যায়ে প্রিয় স্ত্রীকে গান গেয়েও শোনালেন।
উপস্থাপিকা শান্তা জাহান আলমগীরকে অনুরোধ করেছিলেন অন্তত যেন চার লাইনের গান গেয়ে হলেও শোনান। মঞ্চের সামনে বসে ছিলেন রুনা লায়লা। তাঁর দিকে তাকিয়েই আলমগীর গাইতে শুরু করেন, ‘আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য…’
৭০তম জন্মদিনে রুনা লায়লাকে শুভেচ্ছা জানিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পীরা। তাঁঁদের মধ্যে আছেন দেশের বাইরে থেকে গুলাম আলি, হরিহরণ, হৈমন্তী শুক্লা, সোনু নিগম, মিতালি মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, আদনান সামি, সেলিম মার্চেন্ট, রুনা লায়লার মেয়ে তানি লায়লা, মেয়ের জামাই ও নাতি-নাতনি। আর বলিউডের গুলজার তো বলেই ফেললেন, ‘আমি তোমার ভক্ত। ’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের আলোচিত শোবিজ তারকারা। অনুষ্ঠানে রুনা লায়লাকে নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন সুবর্ণা মুস্তাফা, রুনা লায়লার ভাই সৈয়দ আলী মুরাদ, খুরশীদ আলম, রফিকুল আলম-আবিদা সুলতানা, কণা রেজা, ফেরদৌস, ধ্রব গুহ, আঁখি আলমগীর, রবি চৌধুরী, আসিফ আকবর।
সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা জানিয়ে রুনা লায়লা বলেন, ‘আজকের এই দিনটির জন্য গেল একটি বছর নীরবে-নিভৃতে কাজ করে গেছে অভি মঈনুদ্দীন। তার একক প্রচেষ্টায় এত সুন্দর একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হলো, এর জন্য অভির প্রতি আমার অনেক ভালোবাসা এবং দোয়া রইল। ’
অনুষ্ঠানে রুনা লায়লার গাওয়া এবং সুর করা সংগীত পরিবেশন করেন এই সময়ের শিল্পীরা। অনুষ্ঠানের আয়োজক ছিল মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং।