English

16 C
Dhaka
রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
- Advertisement -

রিচা চাড্ডার কাছে ‘নিঃশর্ত’ ক্ষমা চাইলেন অভিনেত্রী পায়েল ঘোষ

- Advertisements -

অনুরাগ কান্ডে রিচা চাড্ডার কাছে ‘নিঃশর্ত’ ক্ষমা চাইলেন অভিনেত্রী পায়েল ঘোষ। অনুরাগের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়া রিচা চাড্ডা এবং পায়েল ঘোষকে নিজেদের সমস্যা মেটাতে দুই দিন সময় দিয়েছিল বম্বে হাই কোর্ট। নির্দেশ মেনে নিল দুই পক্ষ। রিচার কাছে ক্ষমা চেয়ে নিলেন পায়েল ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করেই আবার তাপসী পান্নুর সঙ্গে পায়েলের ভার্চূয়াল কোন্দল শুরু হয়ে গেছে। মালদ্বীপে প্রেমিক ম্যাথিউস বো এবং বোনের সঙ্গে ছুটি কাটিয়ে বুধবারই মুম্বই ফিরেছেন তাপসী পান্নু। এর মধ্যেই বিতর্কে নিজের নাম জড়ালেন অভিনেত্রী। এদিন পায়েলের ক্ষমা চাওয়ার খবর শেয়ার করেন রিচা।
যাতে লেখা ছিল নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন বাঙালি অভিনেত্রী। রিচার এই পোস্টের প্রতিক্রিয়া দিতে গিয়েই তাপসী লেখেন, বাহ্যিকভাবে কিছু শর্ত থাকলেও নিঃশর্ত ক্ষমা! আর কি বলব ভাই তবে কি লড়াইটাই না লড়লে। লেখার পাশে আবার হাততালির ইমোজিও দিয়েছেন তাপসী। এরপরই পায়েল টুইটে নিজের ও রিচার চুক্তির কিছুটা অংশ শেয়ার করে জানান।
চুক্তির তৃতীয় প্যারাগ্রাফে দেখা যাচ্ছে পায়েলের শর্ত মেনে নেওয়ার পরই তিনি ক্ষমা চেয়েছেন। অর্থাৎ নির্দিষ্ট শর্তেই ক্ষমা চাওয়া হয়েছে। উল্লেখ্য, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগে থানায় মামলা করেছেন পায়েল। নিজের অভিযোগ জানানোর সময় রিচার নাম উল্লেখ করেছিলেন। তার জেরেই পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন রিচা। নিজের ক্ষমা চাওয়ার শর্ত হিসেবে পায়েল জানিয়েছিলেন, তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ ফিরিয়ে নেবেন রিচা। এই শর্তেই ক্ষমা চাইতে প্রস্তত তিনি। সেই প্রেক্ষিতেই ক্ষমা চেয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন এই চুক্তির অংশ শেয়ার করে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন