English

20 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

রাজনীতিতে আসছেন কৃতি শ্যানন?

- Advertisements -

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনয় একপাশে রেখে নির্বাচনের ময়দানে নেমেছেন। এবার লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। নতুন খবর, এবার কৃতি শ্যানন রাজনীতিতে নামছেন বলে জোর গুঞ্জন চলছে। এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম তিনি।

সম্প্রতি তার ও শহীদ কাপুর অভিনীত ছবি ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে মোটের উপর ভালোই করেছে। খুব শিগগির মুক্তি পাবে তার ‘ক্রু’ ছবিটি। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ছবির প্রচার। এর মাঝেই নতুন গুঞ্জন, নির্বাচনে লড়বেন তিনি। ভোটের আগেই এই প্রসঙ্গে মুখ খুললেন কৃতি।

এ ব্যাপারে কৃতি বলেন, ‘আমি রাজনীতিতে যোগ দেওয়ার কথা কখনও ভাবিনি। যতক্ষণ না আমার মনের ভিতর থেকে কোনও সাড়া পাচ্ছি, ততক্ষণ সে কাজ করতে পারব বলে মনে করি না। সেই ডাকটা না এলে আমি সেটা করি না। হ্যাঁ, এবার যদি কোনও দিন আমার মন সায় দেয়, তা হলে রাজনীতিতে যোগ দেবো।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন