English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

রহস্য ফাঁস, নিরবের সঙ্গে ঋতুপর্ণা

- Advertisements -

যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র ‘স্পর্শ। ’এ ছবিতে নায়ক হিসেবে চূড়ান্ত হয়েছেন নিরব হোসেন। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন কলকাতার নন্দিত একজন অভিনেত্রী। এমনটাই খবরে বলা হয়েছিল।

কিন্তু নায়িকা কে এই বিষয়ে চমক রেখেছিলেন বাংলাদেশি অংশের নির্মাতা অনন্য মামুন। তবে সেটা আর গোপন রইলো না। জানা গেল নিরবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি বাংলাদেশ থেকে পরিচালনা ও প্রযোজনা করবেন অনন্য মামুন৷ কলকাতার অংশ প্রযোজনা করবেন অভিনন্দন দত্ত।

বুধবার সকালে নিরব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই সিনেমায় মূলত দুইজন নায়িকা। একজন ঋতুপর্ণা আরেকজন বাংলাদেশের নায়িকা রয়েছেন। সেই নামটা কৌশলগত কারণে বলতে যাচ্ছি না। ’

অভিনেতা নিরব বলিউডের সিনেমাতে অভিনয় করলেও  প্রথমবার তিনি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন।

তিনি বলেন, ‘অনেকদিন পর দেশে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ হতে যাচ্ছে। ভালো লাগছে সিনেমাটিতে যুক্ত হতে পেরে। আশা করছি নতুন এই অভিজ্ঞতা আমার জন্য প্রাপ্তি বয়ে আনবে। ’

ছবিটি নিয়ে কলকাতার গণমাধ্যমে কথা বলেছেন ঋতুপর্ণা। এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আনন্দবাজারের সঙ্গে আলাপকালে ঋতুপর্ণা বললেন, ‘অনেক দিন পর আবার ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। খুব ইন্টারেস্টিং একটা ছবি। গল্পটাও বেশ অন্য রকম। এ রকম একটা ছবির অংশ হতে পেরে ভালো লাগছে। ’

ছবির গল্প প্রসঙ্গে ঋতুপর্ণা বলছেন, ‘গল্পটা খুবই আকর্ষণীয়। তা ছাড়া যৌথ প্রযোজনা। তাই এখনই সবটা বলে দিতে চাইছি না। মানুষের সম্পর্কের টানাপড়েনের গল্প। শেষ পর্যন্ত সম্পর্ককে কে আঁকড়ে ধরে বা কে ফেলে দেয়, সেটাই এই ছবির মূল উপজীব্য। এর বেশি এখনই বলতে চাইছি না। ’

জানা গেছে ‘স্পর্শ’ ছবিতে দুই বাংলার অনেক জনপ্রিয় মুখেরা উপস্থিত থাকবেন। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষের দিকেই কাজ শুরু হবে।

এর আগে নিরব বলিউডের ‘শ্যায়তান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। আর এদেশে এসে ঋতুপর্ণা শাবানা ও জসিমের সঙ্গে স্বামী কেন আসামি ছবিতে অভিনয় করে ত্মুল জনপ্রিয়তা পান। এর পরে একে অনেকগুলো বাংলাদেশি ও যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন