English

21 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

যে কারণে নার্ভাস ছিলেন সাফা

- Advertisements -

নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের একজন সাফা কবির। টিভি-ইউটিউবে বৈচিত্রময় গল্পের নাটকে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। সম্প্রতি কাজ করেছেন ভিন্ন আঙ্গিকের একটি হরর গল্পে। এর শুটিং করতে গিয়ে বেশ নার্ভাস ছিলেন তিনি। তবে কাজটি করে বেশ খুশি সাফা। মানছেন, এটি তার ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতা।

সিকদার ডায়মন্ড পরিচালিত ‘প্রতিধ্বনি’ নাটকে কাজ সম্পর্কে বলতে গিয়ে এমন কথাই জানালেন এ অভিনেত্রী। হররধর্মী গল্পে নির্মিত নাটকটির গল্প এখনই বলতে চান না সাফা। তবে জানান, ভালো লাগার মতো একটি কাজ হয়েছে।

সাফা কবির বলেন, ‘আমার কাছে মনে হয়, আজকাল এমন ধরনের চিত্রনাট্য কম পাই যেটা শিল্পী হিসেবে আমাকে এক্সাইটেড করে বা যে গল্পটা পড়ে মনে হবে নতুনত্ব আছে। এই নাটকের চিত্রনাট্য পড়ে কাজটি নিয়ে একধরনের উত্তেজনা কাজ করছিল। আমার ক্যারিয়ারে হরর কাজ তেমন একটা করা হয়নি। অনেক বছর আগে ভিকি জাহেদের একটা কাজ করেছিলাম। সেটাও পুরোপুরি হরর নয়। তাই শুরু থেকেই ‘প্রতিধ্বনি’ নিয়ে আলাদা আগ্রহ ছিল। গল্প, লোকেশন, ক্যামেরা ওয়ার্ক সব মিলিয়ে দুর্দান্ত একটা কাজ হয়েছে। অপেক্ষায় ছিলাম কবে কাজটি আসবে। কারণ, এই নাটক নিয়ে দর্শকের রেসপন্সটা আমি জানতে চাই।’

হরর কাজ নিয়ে এক্সাইটেড থাকলেও শুটিংয়ের সময় ভয়ে ছিলেন সাফা। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘হরর কাজ করব, এটা ভেবে যেমন এক্সাইটেড ছিলাম; তেমনি ভয়েও ছিলাম। আমি এমনিতেই ভীতু প্রকৃতির। পুরোনো এক বাড়িতে শুটিং হয়েছে। রাতে শুটিংয়ের সময় একেবারে নির্জন হয়ে যেত চারপাশ। আশপাশে কোনো বাড়িঘর নেই, অভিনয় করছি হরর গল্পে। সব মিলিয়ে ভয়ই লাগত। কিন্তু টিমটা ছিল পুরো এনার্জেটিক। সবাই এত কো-অপারেটিভ, এত সুন্দর কাজ করে, আমার তো মনে হয়, নাটকের প্রতিটি ফ্রেম দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা সিকদার ডায়মন্ড জানান, ‘প্রতিধ্বনি’ পুরোপুরি হরর নয়, এটি একটি সাসপেন্স থ্রিলার গল্প। তবে এর সঙ্গে হররের যোগসূত্র আছে। এতে দেখা যাবে, অনেকদিন পর এক লেখক দেশে আসেন। গল্প লিখতে তিনি চলে যায় গ্রামের বাড়ি। সেখানে তার সঙ্গে ঘটতে থাকে অতি প্রাকৃতিক ঘটনা। রহস্য উদঘাটন করতে নামেন লেখক।

‘প্রতিধ্বনি’ নাটকে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ, অশোক বেপারী, সাদিয়া তাজিন প্রমুখ। গল্প ও চিত্রনাট্য লিখেছেন কিশোর কুমার দাশ। ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে নাটকটি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন