English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

যুক্তরাষ্ট্রে শাকিব খান

- Advertisements -

নাসিম রুমি: ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচালনায় এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি ইতিমধ্যেই জয় করেছে দেশের মানুষের মন।

দেশের পাশাপাশি আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ ক’টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’। আর এ কারণে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। সেখানে বসে দর্শকদের সঙ্গে আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’ দেখবেন তিনি।

শাকিব খান বলেন, ‘আগামী ৭ জুলাই প্রিয়তমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সেখানে “প্রিয়তমা” দেখব। তবে এবার বেশি দিন থাকব না। সপ্তাহখানেক পরই দেশে ফিরব। এরপর নতুন সিনেমা পরিকল্পনায় নামব।’

‘প্রিয়তমা’য় শাকিব-ইধিকা’র পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকেই। হিমেল আশরাফের পরিচালনায় এটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন