English

13 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যে ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘পরান’

- Advertisements -

দেশের দর্শকদের মুগ্ধ করে এবার আমেরিকার মুক্তি পাচ্ছে ‘পরান’ সিনেমা। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় আগামী ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যে প্রায় ৭০টি সিনেমা হলে সিনেপ্রেমীরা উপভোগ করবেন ‘পরান’ সিনেমা। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গত ঈদুল আজহায় ‘পরান’সিনেমাটি মুক্তি পায়।

টানা দুই মাস ‘পরান’ প্রেক্ষাগৃহে সফলভাবে দর্শক রেখেছিল। ছবিটি দেখতে এখনও প্রেক্ষাগৃহে ছুটছে দর্শক। এ বছরের ব্যবসাসফল ছবির তালিকায় উঠে এসেছে  সিনেমাটি। শুধু তাই নয়, এই সিনেমার ‘চলো নিরালায়’ গানটি রীতিমতো ভাইরাল হয়েছে। সিনেমার এমন সফলতায় দারুন খুশি ‘পরান’ ছবির কলাকুশলীরা। 

‘পরান’ দেখা যাবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনিসিলভেনিয়া, কানেটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, জর্জিয়া,ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, লুসিয়ানা,নর্থ ক্যারোলাইনা,ওহাইও,ওকলাহোমা, মিশিগান, ইলিয়ন, কলোরাডো,মিসোরি, কানসাস, ইউটাহ, অরেগন, ওয়াশিংটন, অ্যারিজোনা,ক্যালিফোর্নিয়া’র প্রেক্ষাগৃহে।

যুক্তরাষ্ট্রে ‘পরান’ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘ পরান ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এরই মধ্যে সিনেমাটির অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। ছবিটি নিয়ে আমরা দারুন আশাবাদী। ’

বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘পরান সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ করছি। ’

‘পরাণ’ ছবিতে  শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন