English

21 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

মোহিনীর সঙ্গে নাম জড়িয়ে আলোচনা, এ আর রহমানের কন্যা-পুত্রের কড়া জবাব

- Advertisements -

নাসিম রুমি: কয়েক দিন আগে প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। একই দিনে সংসার ভাঙার খবর জানান তার দলের বেজ গিটারিস্ট মোহিনী দে।

একই দিনে দুটো সংসার ভাঙার খবরে যেমন বিস্মিত হন, তেমনি দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েন নেটিজেনরা। প্রশ্ন তুলেন— মোহিনী দের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কারণে কি সায়রা বানুর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এ আর রহমান? বিষয়টি নিয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।

এ পরিস্থিতিতে কড়া জবাব দিলেন এ আর রহমানের কন্যা খাতিজা রহমান ও পুত্র আমিন রহমান। খাতিজা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে এই শিল্পী লেখেন, “সবসময় মনে রাখবেন, যারা আপনাকে অপছন্দ করে, তারা গুজব বয়ে বেড়ায়, মূর্খরা এটি ছড়ায় এবং বোকারা এটি গ্রহণ করে।”

অন্যদিকে এ আর রহমানের পুত্র আমিন রহমানও ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “আমার বাবা একজন কিংবদন্তি। তার অবিশ্বাস্য অবদানের জন্যই কেবল নয় বরং বছরের পর বছর ধরে যে মূল্যবোধ, সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন তার জন্যও। মিথ্যা এবং ভিত্তিহীন গুজব ছড়াতে দেখে হতাশ হয়েছি।”

সকলের প্রতি আহ্বান জানিয়ে আমিন রহমান লেখেন, “আসুন, আমরা সবাই কারো জীবন এবং উত্তরাধিকার সম্পর্কে কথা বলার সময় সত্য এবং শ্রদ্ধার গুরুত্ব স্মরণ করি। দয়া করে, এ ধরনের ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। আসুন, তার মর্যাদা এবং আমাদের সবারে উপর তিনি যে, অবিশ্বাস্য প্রভাব ফেলেছেন তার সম্মান রক্ষা করি।”

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন