নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার বন্ধুর নাম ওউম। তবে সে মানুষ নয়, একটি ডলফিন।
মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকান’র সৈকততে সেই বন্ধুর সঙ্গে দেখা করেন মেহজাবীন। আর সেই ছবি তিনি প্রকাশ করেন ফেসবুকে। ক্যাপশনে লিখেছেন- আমার বন্ধু ওউম-এর সঙ্গে পরিচিত হও।
ছবিগুলোতে দেখা যায়, ডলফিন মেহজাবীনের গাল ছুঁয়ে দিয়েছে। মেহজাবীনও ডলফিনকে আদর করে ঠোঁট ছুঁয়ে দেন।
ক্যানকানের ডলফিন পার্কের তোলা সেসময়ের চমৎকার কয়েকটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। এসব ছবি দেখে নেটিজেনদের চোখও জুড়িয়ে যাচ্ছে। যার প্রমাণ মেলে মন্তব্য ঘরে।
জানা গেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন মেহজাবীন চৌধুরী। পরপর সেখান থেকে অবকাশ যাপনের জন্য তিনি যান মেক্সিকোতে।