English

26 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
- Advertisement -

মেয়েকে নিয়ে শ্রীদেবীর সিনেমার সিক্যুয়েল

- Advertisements -

নাসিম রুমি: শ্রীদেবী অভিনীত ক্রাইম থ্রিলার ‘মম’ মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে। এটি ছিল তার শেষ সিনেমা। এই সিনেমায় অভিনয়ের আগে শ্রীদেবী অভিনয় করেন ২৯৯টি সিনেমায়। কিন্তু জীবনের শেষ সিনেমায় তার অভিনয় নিয়ে আলাদাভাবে আলোচনা হয়েছিলো। কারণ, তথাকথিত কমার্শিয়াল সিনেমার বাইরে গিয়ে, শুধু অভিনয় দিয়েই সমালোচকদের মন জয় করেছিলেন তিনি।

বলা হয়ে থাকে, এই সিনেমায় দর্শক এক নতুন শ্রীদেবীকে আবিষ্কার করেছিলো। এবার ‘মম’ সিনেমার সিক্যুয়েল তৈরির ঘোষণা দিলেন বনি কাপুর, তাও আবার মেয়ে খুশি কাপুরকে নিয়ে।

রবিবার (৯ মার্চ) ‘আইফা ২০২৫’-এর রজতজয়ন্তী উদযাপনের সময় প্রযোজক বনি কাপুর জানান, তিনি শ্রীদেবীর শেষ সিনেমা ‘মম’-এর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করছেন। সেইসাথে এ কথাও জানান, তার ছোট মেয়ে খুশি কাপুর অভিনয় করবেন এই সিনেমায়।

এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বনি তার দুই মেয়ে খুশি এবং জাহ্নবী কাপুরের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। তিনি জানান যে, তারা তাদের মা শ্রীদেবীর পথেই হাঁটছেন।

তিনি বলেন, ‘আমি খুশির সব সিনেমা দেখেছি। ‘আর্চিস’, ‘লাভইয়াপ্পা’ এবং ‘নাদানিয়ান’। ‘নো এন্ট্রি’র পরে আমিও তাকে নিয়ে একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছি। এটি ‘মম ২’ হতে পারে। সে তার মায়ের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করছে। তার মা যে সমস্ত ভাষায় কাজ করেছেন, সেখানেই তিনি শীর্ষ তারকা। আমি আশা করি, খুশি এবং জাহ্নবী একইভাবে সফল হবে।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন