বলিউড অভিনেত্রী বিপাশা বসু সদ্য জন্ম নেওয়া কন্যাকে নিয়ে বাড়ি ফিরেছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) হালকা গোলাপি রঙের কাঁথায় জড়ানো মেয়েকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গেল বিপাশাকে।
স্বাস্থ্যের সুরক্ষার কারণে তার মুখ ঢাকা ছিল মাস্কে। যদিও সদ্য মা হওয়ার দীপ্তি ধরা পড়ছিল তার সানগ্লাস পরা চোখেও। পাশেই ঝলমলে মুখে দাঁড়িয়ে ছিলেন করণ। বাবা হওয়ার আনন্দ উপচে পড়ছে তার হাসিতেও।
মেয়ে কোলে তারকা জুটি মুম্বাইয়ের বাড়িতে প্রবেশের আগেই উপস্থিত হয়েছিলেন আলোকচিত্রীরা।
গত শনিবার (১২ নভেম্বর) জন্ম নিয়েছে বিপাশা-করণের সন্তান। যার নাম রেখেছেন দেবী বসু সিংহ গ্রোভার। জন্মের পর থেকে ৩ দিন হাসপাতালেই পর্যবেক্ষণে ছিলেন মা-মেয়ে। তারপর নবজাতকের যত্নআত্তির জিনিসপত্র কিনে এ বার বাড়ি ফিরলেন বাবা-মা। এখন তাদের ঘরজুড়ে নতুন অতিথি আসার আনন্দ খেলা করছে।