English

21 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

মেয়েকে নিয়ে দেশে ফিরছেন সংগীতশিল্পী সিঁথি সাহা

- Advertisements -
গত অক্টোবরে কন্যাসন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করেই সুদূর নিউজিল্যান্ডে প্রথমবারের মতো সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এবার সন্তানকে নিয়ে দেশে ফিরছেন এই শিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে সে খবর দিয়েছেন সিঁথি।

মেয়েকে কোলে নিয়ে ছবি পোস্ট করে সিঁথি লিখেছেন, ‘পাঁচ মাস পর দেশে ফিরছি। জয়ী (সিঁথির মেয়ে) সবার সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত।’

সিঁথির মেয়ের নাম সামারা জয়ী। অন্য সবার চেয়ে তার মা হওয়ার গল্পটা একটু আলাদা।

ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এই গায়িকা। এই ক্যান্সারের খবর শোনার পরই আসলে সিদ্ধান্ত নেন মা হবেন তিনি। হয়েছেনও। কিন্তু মা হতে যাওয়ার সময়টাতে ছিলেন বাঁচা-মরার সন্ধিক্ষণে।
সেই ভয়কে জয় করে সিঁথি সাহা জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যাসন্তান। সেই সময়ের কথা স্মরণ করে সিঁথি জানিয়েছিলেন, ‘গত বছর (২০২২) একটি খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি নিশ্চিত হই, আমার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হই। চিকিৎসা চলছিল।
কিন্তু বারবার মনে হতে লাগল, ক্যান্সারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব রেখে যেতে চাই এই সুন্দর পৃথিবীতে। মূলত সেই সিদ্ধান্ত থেকেই কনসিভ করা। কিন্তু যেহেতু আমার শরীর ভালো ছিল না, কঠিন চিকিৎসারে মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলোতে চোখ মেলাতে পারব কি না, সে বিষয়ে যথেষ্ট দুশ্চিন্তায় ছিলাম।
অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আমার আর কিছুই চাওয়ার নেই, হারাবার নেই। আমাদের জন্য দোয়া করবেন সবাই।’ তখন এ শিল্পী জানিয়েছিলেন, খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি। গানেও নিয়মিত হতে পারেন তিনি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন