নাসিম রুমি: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকে গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সবসময়ই বেশ সরব থাকতে দেখা যায়। বিভিন্ন সময়ই নানা ইস্যুতে ফেসবুকে পোস্ট দিয়ে থাকনে তিনি। সেই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটস দিয়েছেন এ গায়ক।
শনিবার (১২ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ আকবর লিখেছেন, ‘সনাতন ধর্ম অনুসারী সব ভাই-বোন, বন্ধুদের জানাই শারদীয় শুভেচ্ছা। আমাদের প্রত্যাশা ভালোবাসাময় বাংলাদেশ। ভালোবাসা অবিরাম।’
গায়কের ওই পোস্টের কমেন্ট বক্সে একজন প্রশ্ন করেন, ‘আপনি একজন মুসলিম হয়ে শুভেচ্ছা জানান।’ এরপর আসিফ আকবর তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটু বিরক্তের সুরে বলেন, ‘আর আপনি একটা ইহুদি যোগাযোগমাধ্যমে আসছেন হিন্দু-মুসলিম নিয়া। মূর্খ অপদার্থদের প্রজনন বৃদ্ধিতে বিরক্ত বাংলাদেশ।’
এদিকে কমেন্ট বক্সে সানোয়ার হোসেন নামে আরেক ভক্তের ভাষ্য, জি ভাইয়া অনেক সুন্দর পোস্ট ধন্যবাদ আপনাকে। এদেশ একটি পরিবার, আমরা সবাই এই পরিবারের সদস্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা মিলেমিশে দেশে বসবাস করতে চাই। ধর্ম যার যার উৎসব তার তার।
ক্যাসেট-সিডির আমলে অডিওতে রাজত্ব করা আসিফ আকবর ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে পরিচিত পান। প্রথম এ অ্যালবাম দিয়ে দেশব্যাপী আলোড়ন তৈরি করেন তিনি। এরপর ভক্ত-অনুরাগীদের অসংখ্য গান উপহার দিয়েছেন। দর্শকমহল থেকে পেয়েছেন ভালোবাসা।