English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

মুখ নায়িকার, বডি অন্যজনের!

- Advertisements -

চিত্রনায়িকা সাহারা ছিলেন ঢাকাই ছবির এক সময়ের বেশ ব্যস্ত নায়িকা। ৬০টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে দীর্ঘ ছয় বছরের বেশি সময় ধরে তিনি অভিনয় থেকে দূরে। ‘প্রিয়া আমার প্রিয়া’ ছবির শাকিব খানের এই নায়িকা যে আর অভিনয়ে ফিরবেন না, সে কথা আগেই জানিয়েছিলেন তার স্বামী মাহবুবুর রহমান মনির।

সিনেমা ছেড়ে দেওয়ার কারণ প্রসঙ্গে  চিত্রনায়িকা বলেছিলেন, ‘বর্তমানে স্বামী-সংসার এবং ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ততা। অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগই নেই। এছাড়া আমার স্বামী মাহবুবুর রহমান চলচ্চিত্রে অভিনয় একেবারেই পছন্দ করেন না। তাই তার পছন্দ-অপছন্দকে শ্রদ্ধা জানিয়ে অভিনয় থেকে দূরে রয়েছি। ভবিষ্যতেও চলচ্চিত্রে ফেরার আর কোনো পরিকল্পনা নেই।’

রাজধানীর গুলশান-১ নম্বরে অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে ‘সাহারা ফ্যাশন হাউজ’ নামে তার কাপড়ের ব্যবসা রয়েছে। সেখানেই দিনের অধিকাংশ সময় ব্যয় করেন তিনি। পাশাপাশি সংসার তো রয়েছেই। এই দুই ব্যস্ততার ভিড়েই হারিয়ে গেছেন বহু ভক্তের প্রিয় নায়িকা।

তবে আকস্মিকভাবেই সামাজিক মাধ্যম ফেসবুকে সরব হতে দেখা যায় এই নায়িকাকে। একের পর এক ছবি পোস্ট করতে থাকেন। সাম্প্রতিক সময়ের বেশকিছু ছবি দেখে ঢাকাই চলচ্চিত্রের দর্শকরা হতবাক। কেননা সাহারা যে লুকে ছবি পোস্ট করেছেন তা আকর্ষণীয়। ছবিগুলো ছড়িয়ে পরে ফেসবুকের বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে। সাহারার এমন লুক দেখে নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছেন।

তবে যাচাই করে দেখা গেছে, সাহারার নামে যে ছবিগুলো ছড়ানো হচ্ছে তা মোটেও ওই অভিনেত্রীর নয়। তাবাসসুম নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট ও শ্রেতা নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা ছবি থেকে সম্পাদন করে সাহারার মুখ বসানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাহারার নামে যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিগুলো পোস্ট করা হচ্ছে সেটিও ভুয়া।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন