English

27 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

মাহিয়া মাহি এখন কোথায়?

- Advertisements -

নাসিম রুমি: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি।

তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে।

সম্প্রতি কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, ছেলে মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকারকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেছেন।

ছবিতে দেখা যায়, এমব্রয়ডারি করা কিমোনো ফ্লোরাল টপসের সঙ্গে মাথায় কালো হ্যাট, পায়ে সিম্পল স্লিপারে সাদা মাটা ভাবে ছেলেকে নিয়ে টাইগার পার্কে ঘুরাঘুরি করছে। ছেলেকে মায়ের মমতায় আগলে রেখেছে।এদিকে সুইমিং পুলে ছেলেকে নিয়ে জলকেলিতে মেতেছে মাহি। মা-ছেলের মিষ্টি হাসি যেন ভক্তদের আবেগঘন করে তুলেছে। ছেলের গালে মমতার ছোঁয়া এঁকে দিচ্ছেন, সময়টা যেন মা-ছেলের।

ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা কি যথাযথ জুটি নই ?’ সঙ্গে রয়েছে লাভ ইমোজি। ভক্ত-অনুরাগীর বেশ প্রশংসা করেছেন। কমেন্ট বক্সে আলভি নামে এক ভক্ত লিখেছেন, ‘দুনিয়ায় সব কিছুই বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়।’

আরেকজনের বলেন, ‘মা তো মা হয় মায়ের কোন তুলনা হয় না।’ আয়াত খান নামে এক অনুরাগীর ভাষ্য, ‘আল্লাহ যেন আপনার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে চলার তৈফিক দেন। আপনার ছেলেক নেক হায়াত দান করুক দু’আ রইলো।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন