English

22 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

মার্ভেলের ফ্যান্টাস্টিক ফোরে মার্গট রবি!

- Advertisements -

মার্ভেলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর আসন্ন চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন অভিনেত্রী মার্গট রবি। যদিও এখন পর্যন্ত এই খবরটির কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

জানা গেছে, মারগট ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর প্রধান চরিত্র স্যু স্টর্ম হিসেবে অভিনয় করবেন। যদি প্রতিবেদনটি সত্য হয়ে ওঠে, তবে এটি মার্ভেল ও মার্গট ভক্তদের জন্য একটি বড় সুখবর হতে যাচ্ছে।

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স ‘ফ্যান্টাস্টিক ফোর’ নিয়ে কাজ শুরু করেছে। ইতিমধ্যে সুপারহিরো চরিত্রে অভিনয় করার জন্য অভিনেতাদের সন্ধান শুরু করেছে মার্ভেল। এরই মধ্যে সামনে আসে মার্গট রবির নাম। ‘বার্বি’ অভিনেত্রী ইতিমধ্যেই ডিসি কমিকস ‘সুইসাইড স্কোয়াড’ ফ্র্যাঞ্চাইজিতে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন। জোর গুঞ্জন শোনা যাচ্ছে, ডিসি থেকে স্থানান্তর হয়ে এবার মার্ভেলের বহু প্রতীক্ষিত চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

স্কুপার ড্যানিয়েল রিচম্যানের মতে, মার্ভেল স্টুডিওস সম্প্রতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড-মনোনীত অভিনেত্রী মার্গট রবিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফ্যান্টাস্টিক ফোরের স্যু স্টর্ম ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দিয়েছে।

জানা গেছে, মার্গট রবি ছাড়াও স্যু স্টর্মের চরিত্রে অভিনয়ের জন্য মার্ভেলের পছন্দের তালিকায় রয়েছেন মিলা কুনিস, জোডি কমার এবং অ্যালিসন উইলিয়ামসের মতো অভিনেত্রীরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন