English

24 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
- Advertisement -

মারা গেলেন চিত্রপরিচালক সাজেদুল

- Advertisements -

করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী জটিলতায় চলচ্চিত্র নির্মাতা, নাট্যকার ও চলচ্চিত্র গবেষক সাজেদুল আউয়াল মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে তার মৃত্যৃ হয়। সাজেদুল আউয়ালের ছেলে ইশরাত শামীম অনন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

ইশরাত শামীম অনন্ত বলেন, ‘বাবা হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে হাসপাতালে নেওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর কাঁটাবন মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে বাবাকে দাফন করা হয়।’

মৃত্যুকালে সাজেদুল আউয়ালের বয়স হয়েছিল ৬৪ বছর। তার ছেলে অনন্ত জানান, ১১ মার্চ করোনাভাইরাস শনাক্তের পর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। করোনাভাইরাসমুক্ত হয়ে ১৯ মার্চ তিনি বাসায় ফিরেছিলেন।

২০১৩-১৪ অর্থবছরে সরকারি অনুদানে ‘ছিটকিনি’ চলচ্চিত্র নির্মাণ করেছেন সাজেদুল আউয়াল। ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। ২০২০-২০২১ অর্থবছরে অনুদানের জন্য ‘মৃত্যুঞ্জয়ী’ নামে আরেক ছবির চিত্রনাট্য জমা দিয়েছিলেন তিনি।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন