মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় গায়ক ও সুরকার জুবিন গর্গ। বুধবার জুবিনকে আসামের ডিব্রুগড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে, মাথায় সামান্য আঘাত পেয়েছেন গায়ক। আসামের মুখ্যমন্ত্রী ডা. হিমন্ত বিশ্ব শর্মাও জানিয়েছেন, জুবিন বর্তমানে ডিব্রুগড়ের সঞ্জীবনী হাসপাতালে চিকিৎসাধীন।
সামান্য শারীরিক অসুস্থতার কারণে জুবিনকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রাখতে হবে। এ ছাড়াও আসামের মুখ্যমন্ত্রী ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন, প্রয়োজনে শিল্পীকে এয়ার অ্যাম্বুল্যান্সের মাধ্যমে আরো দ্রুত চিকিৎসার জন্য গুয়াহাটি বা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হতে পারে।
এ ছাড়াও স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে জুবিনের চিকিৎসাসেবা ঠিকঠাক হচ্ছে কি না, তা তদারকির নির্দেশ দিয়েছেন।
জুবিনের এক ভক্ত বুধবার টুইট করে জানিয়েছেন, ‘জুবিন গর্গের আবার আহত হওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। ঈশ্বর তাকে শিগগিরই রক্ষা করুন। ‘
অসমিয়া প্লেব্যাক গায়ক হিসেবে জুবিন গর্গের ভারতে বেশ জনপ্রিয়তা। বলিউডে তার শ্রোতাপ্রিয় গানের তালিকাও দীর্ঘ। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্যাংস্টার’-এর ‘ইয়া আলি’ ও ‘ক্রিশ থ্রির’র ‘দিল তু হি বাতা’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তার।