দ্বাদশ জাতীয় নির্বাচনে মাদারীপুর-৩ (সদর একাংশ, কালকিনি ও ডাসার) আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ঈগল প্রতীকে ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার ড. আবদুস সোবহান মিয়া গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।
অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাস ২৬৩, নিতাই চক্রবর্তী ১৯৩ ভোট, তৃণমূল বিএনপির প্রবীণ হালদার ৪৩৪ ও জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুল খালেক ৫৩৩ ভোট পেয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) রাতে মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান এ ফলাফল ঘোষণা করেন।
এরআগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা। মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ছিলেন তিন লাখ ৫৭ হাজার ৮৫৬ জন।